কালা, কালিয়া, শ্যাম,
রাই , ননদিনী , শশুড়ি , যমুনা, বাঁশি , সখি , অভিসার ইত্যাদি নিয়ে গান আমাকে বরাবরই আকর্ষণ করে । বুজতেই
পারছেন কি নিয়ে কথা বলছি । যা নিয়ে বিদ্যাপতি , চণ্ডীদাস , গোবিন্দদাস , জয়দেব
সহ অনেক রসিকজন রসের বন্যা বইয়ে দিয়েছেন ।
আসলে মধ্যযুগের সাহিত্যের একটা আলাদা স্বাদ আছে , যে না পেয়েছে তাকে বলে বোঝানো
যাবে না । (আমি আধ্যাত্মিকতা কিছু বুজি না , শুধু সাহিত্য হিসেবে বইগুলোর স্বাদ
নেয়ার চেষ্টা করি , ভুল হলে মাপ করবেন ।)
একটা লিঙ্ক দিচ্ছি যেখান থেকে বিনা মূল্যে একটি
রসের ভাণ্ডারের সন্ধান পাবেন ।
বৈষ্ণব পদাবলী , শ্রীহরে কৃষ্ণমুখোপাধ্যায়
সম্পাদিত ।
link )
এই বইটি জোগাড় করতে মে মাস থেকে বাংলা বাজারের
এক দোকানদার এর পিছু লেগেছিলাম । ১৯ নভেম্বর ২০১৫ এসে বইটি হাতে পেয়েছি । ১২৫০
টাকা দাম বইটির । আজিজ মার্কেট , নিউ মার্কেট , নীলক্ষেত , বাংলাবাজার খুজে পাইনি
, শেষে নভেল প্রকাশনী , ইন্ডিয়া থেকে বইটি এনে দিয়েছে । বইটি কেনার টাকা চইতে গিয়ে
বাড়ি থেকে যে পরিমাণ ঝাড়ি খেয়েছি , তা না বলাই ভালো । কতজনকে যে বইটি
এনে দেয়ার জন্য অনুরোধ করেছি ঠিক নেই ।
তার ভেতরে বাংলা বিভাগের এক জনের কথা না বল্লেই নয় । সে Central লাইব্রেরি , পাবলিক লাইব্রেরী সহ অনেক জায়গা খুজেছে । তাকে অনেক ধন্যবাদ । বইটিতে ২১৭ জন রসিক মনের ভাবনা তুলে ধরা হয়েছে
যেমন- জয়দেব , চণ্ডীদাস , বিদ্যাপতি , গুণরাজ খান , রামানন্দ , মুরারি গুপ্ত ,
নরহরি সরকার , আলাওল সহ অনান্য মহাজন । এই সফট কপিটি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি
। এটা কত সালের সংস্করণ বলতে পারবো না । যেটা আমি কিনেছি সেটা এপ্রিল ২০১৫ এ
মুদ্রিত ও জানুয়ারি ২০০০ এর সংস্করণ ।