প্রেমিক প্রেমিকা মিলনের পূর্বে দেখে কিংবা শুনে যে অনুরাগ সঞ্চিত হয় তাকে পূর্বরাগ বলে । যেমন মনে কর , শিল্পকলায় নাটক দেখতে গিয়ে এক
অভিনেত্রীকে দেখেই প্রেমে পড়ে গেছ , সেটাই
পূর্বরাগ । এই পূর্বরাগ নানাভাবে
হতে পারে যেমন মনে কর,
মার্কেটে গিয়ে এক মেয়েকে দেখেই তোমার
পছন্দ হয়ে গেল , তো মেয়েটির পেছনে কিছুক্ষণ ঘুরাঘুরি করলে , তারপর কোনভাবে
মোবাইল নাম্বার জোগাড় করতে পারলে তোমাকে আর পায় কে ? এই যে সরাসরি দেখায় যে প্রেমের বন্যা বয়ে গেল ,
একে বলে সাক্ষাৎ-দর্শন পূর্বরাগ ।
ফেসবুকে একমেয়ের মেকআপ মারা ফটোশপ করা ছবি দেখে তুমি তার প্রেমে পড়ে যেতেই
পারো । এইযে তুমি তার ছবি দেখেই প্রেমে
পড়ে গেলে একে বলে চিত্রপট দর্শন- পূর্বরাগ ।
পাশের বাড়ির মেয়েকে তুমি স্বপ্নে
দেখতেই পারো , তাতে দোষের কিছু নাই ।
স্বপ্নে দেখে দেখে যে প্রেমের উৎপত্তি হয় , তাকে কি বলে জানো ? স্বপ্ন দর্শন-
অনুরাগ ।
আমার মনে কর , তুমি তোমার কোন এক বন্ধূকে
বল্লে , দোস্ত এই মেয়েটার নাম্রার দে তো যার
কথা তুই খুব বলিস । সে দিল । তুমি কথা বোলতে বোলতে প্রেমে পড়ে গেলে । একে বলে
বন্ধুমুখে শ্রবণ-পূর্বরাগ ।
এখন যে ধরনের পুররাগের কথা বলবো , সেই ধরনের
পূর্বরাগে মেয়েরাই বেশি পড়ে । যেমন কোন লোভী মেয়ে যদি শুনে ওই ছেলেটা খুব
ভালো ছাত্র , কিংবা এতো বড়লোক , এতো ভালো জব করে । তাইলে ওই লোভী মেয়ে নিজের
প্রেমিককে ছেড়ে ওই ছেলের প্রতি অনুরাগ
অনুভব করতেই পারে , একে বলে কি জানো
? সুসময়ের কোকিল- পূর্বরাগ । আর ছেলেরা এ ধরনের কাজ করলে তাকে বলে দুধে-মাছি-পূর্বরাগ
।
আবার মনে কর কোন মেয়েকে পটানোর জন্য ওই মেয়ের বান্ধবী কে তুমি ঠিক করলে । তো
বান্ধবী ওই মেয়ের কাছে তোমার
সম্পর্কে এতো গুণকীর্তন করলো যে ,মেয়ে
তোমার প্রেমে পড়ে গেল । একে বলে সখীমুখে শ্রবন-পুররাগ ।
তোমার পাশের বাসার মেয়েটা প্রতিদিন
সকালে ‘সা রে গা মা পাদে ক্যাডা’ শুনিয়ে
বাসার সবার ঘুমের বারাটা বাজায় কিন্তু তোমার কাছে তা মধুর মধুর লাগে । এই মধুর মধুর ভালোলাগাকে বলে সঙ্গীত শ্রবণ –
পূর্বরাগ ।
Super
ReplyDelete