Tuesday, November 29, 2016

''ওস্তাদ, মহিলা আছে ''

...........................
বাসে উঠিয়াই দেখিলাম তিন সারি সিট খালি পড়ে রয়েছে । কিন্তু কোন বীরপুরুষ সেখানে বাসার সাহস করিতেছে না । আমি চার পাশ দেখিয়া বুঝিতে চেষ্টা করিলাম , তারপর ধপ করে ইঞ্জিন কভারের উপরে বসিয়া পড়িলাম । আর বার বার ফাঁকা সিটগুলির দিকে তাকাইতে লাগিলাম । ওখানে এক চশমাওয়ালী অষ্টাদশীকে ছাড়া আর কাউকে দেখা যাইতেছে না । ওখানে বসিলে ক্ষতি কে ? কিন্তু চারপাশে যে সকল বীর বানরের মত ঝুলিতেছে কিন্তু বসিতে সাহস করিতেছে না , তাহাদের দেখিয়া মনে হইলো , এই সেই নিষিদ্ধ গন্দম ফল , যাহা খাইলে এখনি বাস থেকে নির্বাসিত করা হইবে । ইহার পরে কত জম্বুবান , হনুমান , রাবণরাজ বাসে উঠিলেন , কেহই ওখানে বসিতে সাহস করিলেন না ।
এতক্ষণে , মাথায় বুদ্ধি কাজ করিতে আরম্ভ করিল । মনে পড়িল সেই ‘’সিডো সনদ’’ সেই ‘’UDHR’’ এর কথা , সেই ১২০ মাইল বেগে প্রদত্ত সাহানা নাসরিন ম্যামের লেকচারের কথা । আহা ! দেশে আজ কেমন নারী অধিকার প্রতিষ্ঠিত হইয়াছে ! সিট খালি রহিয়াছে , কিন্তু কোন পুরুষ সেখানে বসিতেছেনা অথচ পুরুষদের সিটে নারীরা দিব্যি বসিয়া রহিয়াছে ! সেই দেশের নাগরিক হইয়া আমার বুকটা গর্বে ভরিয়া উঠিল ।
বাসে উঠিলে কিছুক্ষণের মধ্যেই আমার ঘুম আসিয়া পড়ে । এবারো আসিয়া পড়িল , আমি ঘুমাইতে লাগিলাম । স্বপ্নে দেখিলাম , আমি ঐ ফাঁকা সিটে মিশরের রানী ক্লিওপেট্রার কাঁধে মাথা রাখিয়া ঘুমাইতেছি । আর ট্রয় এর হেলেন আমায় বাতাস করিতেছে ! এমন সময় রোমের সম্রাট সিজার আসিয়া তাহার তলোয়ারের ধাক্কায় আমায় ঘুম ভাঙ্গাইয়া দিল ! মেজাজটা এমন গরম হইল যে ব্যাটাকে একটা ‘’ও গোশি’’ মারিয়া বাসের বাহিরে ফেলিয়া দিলাম ।
বাসের সবাই চেঁচামেচি শুরু করিয়া দিল । ঘুম ভাঙ্গিয়া দেখিলাম হেল্পার কান্নাকাটি করিয়া বলিতেছে , মামা দিলেন তো মাজাটা ভাঙ্গিয়া ? আমি তো আপনারে শুধু শাহবাগ আসিয়া গিয়াছে বলিয়া ধাক্কা দিয়া ঘুম ভাঙাইতে চাহিয়াছিলাম মাত্র ।
আমি শুধু ‘’ধুর ব্যাটা চুপ থাক’’ বলিয়া ৫ টাকা ওর হাতে গুজিয়া দিয়া , ‘’ঔষধ কিনিয়া খাস,’’ বলিয়া বাস হইতে নামিয়া পড়িলাম  ।

Wednesday, November 23, 2016

সুন্দরী রাধে আওয়ে বনি

সুন্দরী রাধে আওয়ে বনি |
. ব্রজরমণীগণ মুকুটমণি ||
কুঞ্চিতকেশিনি, নিরুপমবেশিনি,.
রস—আবেসিনি ভঙ্গিনি রে
অধরসুরঙ্গিণি, অঙ্গতরঙ্গিণি,.
সঙ্গিনি নব নব রঙ্গিণি রে ||
কুঞ্জরগামিনি, মোতিমদশনি,.
দামিনি-চমক-নেহারিনি রে |
আভরণধারিণি, নব অভিসারিণি,.
শ্যামর হৃদয়বিহারিণি রে |
নব অনুরাগিণি, অখিলসোহাগিনি,.
পঞ্চম রাগিনী মোহিনি রে |
রাসবিলাসিনি, হাসবিকাশিনি,.
গোবিন্দদাস-চিত-শোহিনি রে ||
https://www.youtube.com/watch?v=CTfCIicNxF4

সজনি সজনি রাধিকা লো

সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া,
মৃদুলগম শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া।
পিনহ ঝটিত কুসুমহার,
পিনহ নীল আঙিয়া।
সুন্দরী সিন্দূর দেকে
সীঁথি করহ রাঙিয়া।
সহচরি সব নাচ নাচ
মিলন-গীতি গাও রে,
চঞ্চল মঞ্জীর-রাব
কুঞ্জগগন ছাও রে।
সজনি অব উজার মঁদির
কনকদীপ জ্বালিয়া,
সুরভি করহ কুঞ্জভবন
গন্ধসলিল ঢালিয়া।
মল্লিকা চমেলী বেলি
কুসুম তুলহ বালিকা,
গাঁথ যূথি, গাঁথ জাতি,
গাঁথ বকুল-মালিকা।
তৃষিতনয়ন ভানুসিংহ
কুঞ্জপথম চাহিয়া
মৃদুল গমন শ্যাম আওয়ে,
মৃদুল গান গাহিয়া।
https://www.youtube.com/watch?v=lr14hTmu0Ao

Thursday, November 17, 2016

Saturday, November 12, 2016

বাংলা গানের ঘাড়ে ইংরেজ জ্বীনের আসর্ঃ

Noman Abdullah

"কানের নীচে" শব্দযুগল আমার কাছে খুবই পছন্দনীয়। জ্ঞাতার্থে বলি, ছবিটা 'কু'ক' এস্টুডিও'র '' সুন্দরী কমলা"র । 'অর্বাচীনেরা' বলবে., 'প্রাচীনের'ই সমস্যা। আরে ভাই, পরের 'নলখাগড়া' ধরে টানাটানি করলে যদি স্মার্ট হওয়া যায়, তাইলে আমি এই বান্দরের ছবি পাইলাম কই?
তোমরা আসলে চাও কী? দেশি-বিদেশী কম্বিনেশন্? 'শংকরে' তো 'সংখ্যা-আয়তন-পরিমাণ' বাড়ে; 'স্বাদ-গন্ধ-গুণাগুণ' বাড়ে না।
এভাবে বাংলা গানের '২৩' না মেরে বাঁদরামি করতে চাইলে 'যাত্রা'র মঞ্চে যাও। পাবলিক খাবে বেশ।
আমাদের জুনিয়র'রা অবশ্য এখনো 'জুনিয়র হরলিক্স' হিসেবে খেতে চায়..........!!
ভালো তো লাগবেই রে ভায়া!! বয়স তো কম! তবে ভুলে যাসনে.-
এটা আমার দেশে সিনেমার অশ্লীল দৃশ্যের পোশাক; বাংলা গানের নয়।
কী হে দিদি!! চটে গেলি নাকি। রেজারের বিজ্ঞাপনই মেয়েছেলে ছাড়া চলেনা! =কি যে বলো না>> এতো গানের বিজ্ঞাপন!!
*যথার্থই বিজ্ঞাপন (গানের নাকি .......?); সঙ্গীত নয়। আমার অর্বাচীনেরা তো ছুটছে এই পণ্যবাহী পণ্যের পিছেই////.....
রুচির নিকুচি করি সাড়ে সাতবার!!
কাজের কাজ তো পরে-
সোজা হয়ে হাঁটতে না পারার দুঃখে ক্যাটওয়াকের মডেল হয়ে গেলে..!? এই যদি তোমার 'নারীমুক্তি'; প্রত্যাশা তো বেড়ে যাবে দিদি! "নারী থেকে মুক্তি"।
গাইতে না পারলেও চিরকাল বন্ধুদের আড্ডায় বাউল-ফোকের সার্ভিস দিয়ে এসেছি বাংলা গানকে ভালবেসেই। সেই বাংলা গানের দুর্দশা দেখলে "প্রাচীন" মনে "অর্বাচীন" বয়সের ইচ্ছাটা মাথাচাড়া দিয়ে ওঠে- - - - "কানের নীচে ঠাঁটায়ে একটা চড় দিতে পারতাম"!!!