(পর্ব ৩ ) পুরনো
দিনের বাংলা ছায়াছবি
১। মাটির ঘর –
রাজ্জাক (গান- অমন কইরা কৌয়ও না বন্ধু , আমি অবলা নারী ............।।)
২ । নিশান – (গান
– চুপি চুপি বল কেউ জেনে যাবে , জেনে যাবে কেউ জেনে যাবে ............)
৩। জন্ম থেকে
জ্বলছি – বুলবুল আহমেদ (গান – ১। একবার যদি কেউ ভালোবাসতো , আমার নয়ন দুটি জলে
ভাসতো ............ ২। জন্ম থেকে জ্বলছি মাগো , আর কতদিন বল সইব , এবার আদেশ কর
তুমি আদেশ কর ভাঙনের খেলা খেলবো ...... ৩।
দুঃখ ভালবেসে প্রেমের খেলা খেলতে হয় , আগুনে মন পুড়ে অলঙ্কার বানাতে হয় .........)
৪। আখি মিলন – ইলিয়াস কাঞ্চন (
গান – আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে , ...... )
৫ । দোস্ত দুশমন - রাজ্জাক ( গান – চুমকি চলেছে একা পথে , সঙ্গী হলে দোষ
কি তাতে .........।।)
৬ । এতটুকু আশা – রাজ্জাক ( গান – তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় , দুঃখের দহনে করুন রোদনে তিলে
তিলে তার ক্ষয় .....................)
৭। কি যে করি – রাজ্জাক (গান – শোন গো
রূপসী ললনা , আমাকে যখন তখন চোখ রাঙ্গানো চলবে না
..................)
৮। আলোর মিছিল –ববিতা
( গান – এই পৃথিবীর পরে কতো ফুল ফোটে আর
ঝরে , সে কথা কি কোন দিন কখন কারো মনে পরে ..................)
৯। রংবাজ – রাজ্জাক
(গান- ১। তোর রূপ দেখে চোখ ধাঁজে , মন ভোলে না , ধমক দেখে চমক লাগে , পরান দোলে
না ............ ২। সে যে কেন এলো না কিছু ভালো না , এবার আসুক
তারে আমি মজা দেখাব .........।
No comments:
Post a Comment