নদীভিত্তিক আঞ্চলিক উপন্যাসগুলোর মধ্যে আমার পড়া কিছু উপন্যাসের সংকলনঃ
১। মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬)-এর ‘পদ্মা নদীর মাঝি (১৯৩৬),
২। অদ্বৈত মল্লবর্মণ (১৯১৪-১৯৫১)-এর ‘তিতাস একটি নদীর নাম’ (১৯৫৬),
৩। তারাশঙ্কর
বন্দ্যোপাধ্যায় (১৮৯৮-১৯৭১)-এর হাঁসুলী বাঁকের উপকথা (১৯৪৭),
৪। হুমায়ুন কবীর
(১৯০৬-১৯৬৯)-এর ‘নদী ও নারী’
৫। সমরেশ বসু (১৯২৪-১৯৮৮)-এর ‘গঙ্গা’ (১৯৫৫),
৬। আবু ইসহাক (১৯২৬-২০০৩)-এর ‘পদ্মার পলিদ্বীপ’ (১৯৮৬),
৭। আলাউদ্দিন আল আজাদ
(১৯৩২-২০১০)-এর ‘কর্ণফুলী’ (১৯৬২),
৮। শহীদুল্লা কায়সার (১৯২৭-১৯৭১)-এর ‘সারেং
বৌ’ (১৯৬২,
No comments:
Post a Comment