তুমি জানতে চেয়েছিলে ‘’বিশ্বাস’’ (Trust) কি ?
বিশ্বাস হচ্ছে একটা মানসিক ও যৌক্তিক ধারণা । মানসিক ভাবে বিশ্বাস হচ্ছে ,’যেখানে তুমি তোমার দুর্বল দিকগুলো বলতে বা জানাতে পারো , এটা মনে করে যে তারা তোমার অসুবিধাগুলোর সুযোগ কখনও নেবে না । আর যৌক্তিক ভাবে বিশ্বাস হল , ‘’ বিশ্বাস হচ্ছে যেখানে তুমি লাভ কিংবা লোকসানের পূর্বাভাস দিতে পারো , কারন তোমার কাছে বাস্তব সম্মত তথ্য ও অভিজ্ঞতা আছে যার দ্বারা সঠিক ভাবে ওই বস্তু / ব্যাক্তির গতিবিধি বা আচারন সম্পর্কে পূর্বাভাষ দেওয়া সম্ভব । ‘’
তুমি বিশ্বাস কর কারন তোমার অভিজ্ঞতা বলে ওটা ওরকম । বিশ্বাসের ফলে যে আবেগের সম্পর্কে আমারা জড়িয়ে পড়ি তা হল বন্ধুত্ব , ভালবাসা, চুক্তি , স্বস্তি ও সুখ।
বিশ্বাসের কিছু কাজ করে থাকে , যেমন মনে কর
১। সাধারন ভাবে মানুষ ভবিষতে কি ঘটবে তা জানে না । কিন্তু ক্রমাগত অভিজ্ঞতার মধ্য দিয়ে আমারা ধরনা করতে পারি সামনে কি ঘটতে যাচ্ছে । এর মাধ্যমে আমারা সামনে আগত বিপদ সম্পর্কে জানতে পারি ও কিভাবে তা জয় করবো তার প্রস্তুতি নিতে শুরু করি , নিজেদের চারপাশে একটা নিরাপদ বুহ্য তৈরি করি সুন্দর আগামীর জন্য ।
২। আমারা যাদের বিশ্বাস করি তাদের কাছে নিজেদের সব গোপন কথা বলি , যাতে সামনের দিনগুলোতে বিপদে তাদের হেল্প নিতে পারি। তারা চাইলে ওই সব তথ্য দিয়ে তোমার অনেক ক্ষতি করতে পারে, কিন্তু ভাবি তারা কখন তা করবে না ।
সময়ের সাথে সাথে তোমার বিশ্বাসের পরিবর্তন হবে । বিশ্বাস জিনিসটাই একাটা আপেক্ষিক বিষয় । যেমন মনে কর রাতে আম চুরি করতে গিয়ে দড়ি দেখে সাপ মনে করে পালায়ে এসেছ , সকালে দেখলা দুরঃশালা এত দড়ি । ক্যামন লাগে ?
পারিপার্শ্বিকতা চেঞ্জ মানেই বিশ্বাসের পরিবর্তন । কোন বিশ্বাসই চিরস্থায়ী নয় । যেমন আগে মানুষ ভাবতো পৃথিবী সমতল এখন জানে কমলা লেবুর মত , কয়দিন পরে যদি জানা যায় শসার মত, কিছু করার আছে ? নাই । যা নিজে দেখিনাই তা অন্য ব্যাক্তিরা কি বলে এবং ওই সময়ে প্রাপ্য তথ্যের উপর নির্ভর করে জিনিসটা বিশ্বাস করি, । সব কিছুই আপেক্ষিক রে ভাই । আজ যা সত্য কাল তা মিথ্যা হতে এক মুহূর্ত লাগবে না । মানুষ বিশ্বাস করেলে কোনকিছুকে তালগাছ বানায় , আর না করলে বানায় বালগাছ , বুঝছ ?
বিশ্বাস করলে লোকে তোমাকে পৃথিবীটা দিয়ে দিতে পারে কিন্তু বিশ্বাস ভাঙ্গলে তারা নিশ্চিত ভাবে পৃথিবী থেকে তোমার যাওয়ার পথ করে দেবে। আজ এই পর্যন্ত , সামনে তোমার ‘ভালবাসা কারে কয়’ এই প্রশ্নের উত্তর দেব , উম ?
বিশ্বাস হচ্ছে একটা মানসিক ও যৌক্তিক ধারণা । মানসিক ভাবে বিশ্বাস হচ্ছে ,’যেখানে তুমি তোমার দুর্বল দিকগুলো বলতে বা জানাতে পারো , এটা মনে করে যে তারা তোমার অসুবিধাগুলোর সুযোগ কখনও নেবে না । আর যৌক্তিক ভাবে বিশ্বাস হল , ‘’ বিশ্বাস হচ্ছে যেখানে তুমি লাভ কিংবা লোকসানের পূর্বাভাস দিতে পারো , কারন তোমার কাছে বাস্তব সম্মত তথ্য ও অভিজ্ঞতা আছে যার দ্বারা সঠিক ভাবে ওই বস্তু / ব্যাক্তির গতিবিধি বা আচারন সম্পর্কে পূর্বাভাষ দেওয়া সম্ভব । ‘’
তুমি বিশ্বাস কর কারন তোমার অভিজ্ঞতা বলে ওটা ওরকম । বিশ্বাসের ফলে যে আবেগের সম্পর্কে আমারা জড়িয়ে পড়ি তা হল বন্ধুত্ব , ভালবাসা, চুক্তি , স্বস্তি ও সুখ।
বিশ্বাসের কিছু কাজ করে থাকে , যেমন মনে কর
১। সাধারন ভাবে মানুষ ভবিষতে কি ঘটবে তা জানে না । কিন্তু ক্রমাগত অভিজ্ঞতার মধ্য দিয়ে আমারা ধরনা করতে পারি সামনে কি ঘটতে যাচ্ছে । এর মাধ্যমে আমারা সামনে আগত বিপদ সম্পর্কে জানতে পারি ও কিভাবে তা জয় করবো তার প্রস্তুতি নিতে শুরু করি , নিজেদের চারপাশে একটা নিরাপদ বুহ্য তৈরি করি সুন্দর আগামীর জন্য ।
২। আমারা যাদের বিশ্বাস করি তাদের কাছে নিজেদের সব গোপন কথা বলি , যাতে সামনের দিনগুলোতে বিপদে তাদের হেল্প নিতে পারি। তারা চাইলে ওই সব তথ্য দিয়ে তোমার অনেক ক্ষতি করতে পারে, কিন্তু ভাবি তারা কখন তা করবে না ।
সময়ের সাথে সাথে তোমার বিশ্বাসের পরিবর্তন হবে । বিশ্বাস জিনিসটাই একাটা আপেক্ষিক বিষয় । যেমন মনে কর রাতে আম চুরি করতে গিয়ে দড়ি দেখে সাপ মনে করে পালায়ে এসেছ , সকালে দেখলা দুরঃশালা এত দড়ি । ক্যামন লাগে ?
পারিপার্শ্বিকতা চেঞ্জ মানেই বিশ্বাসের পরিবর্তন । কোন বিশ্বাসই চিরস্থায়ী নয় । যেমন আগে মানুষ ভাবতো পৃথিবী সমতল এখন জানে কমলা লেবুর মত , কয়দিন পরে যদি জানা যায় শসার মত, কিছু করার আছে ? নাই । যা নিজে দেখিনাই তা অন্য ব্যাক্তিরা কি বলে এবং ওই সময়ে প্রাপ্য তথ্যের উপর নির্ভর করে জিনিসটা বিশ্বাস করি, । সব কিছুই আপেক্ষিক রে ভাই । আজ যা সত্য কাল তা মিথ্যা হতে এক মুহূর্ত লাগবে না । মানুষ বিশ্বাস করেলে কোনকিছুকে তালগাছ বানায় , আর না করলে বানায় বালগাছ , বুঝছ ?
বিশ্বাস করলে লোকে তোমাকে পৃথিবীটা দিয়ে দিতে পারে কিন্তু বিশ্বাস ভাঙ্গলে তারা নিশ্চিত ভাবে পৃথিবী থেকে তোমার যাওয়ার পথ করে দেবে। আজ এই পর্যন্ত , সামনে তোমার ‘ভালবাসা কারে কয়’ এই প্রশ্নের উত্তর দেব , উম ?
No comments:
Post a Comment