Sunday, October 30, 2016

তোমাকে কোথায় যেন দেখেছি !

আজ হায় রুবি রায়,ডেকে বলি তোমাকে ,
তোমাকে কোথায় যেন দেখেছি ।।
মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে,
একদিন কত করে ডেকেছি
আজ এই দুপুরে সাথে দুটি বাচ্চা নিয়ে
বাস থেকে তুমি যবে নামলে ।।
চিনতে পারবোনা তোমায়
সে কথা কি কোন দিন ভাবতে ।
দ্বীপ জ্বলা সন্ধ্যায়,হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি ।।
ও.. পাখি সে তো আসেনি,তুমি ভালবাসনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি।
আজ হায় রুবি রায়,ডেকে বলি তোমাকে ,
তোমাকে কোথায় যেন দেখেছি ।।
মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি

Saturday, October 29, 2016

পূর্বরাগ



প্রেমিক প্রেমিকা মিলনের পূর্বে দেখে কিংবা শুনে  যে অনুরাগ সঞ্চিত হয় তাকে পূর্বরাগ বলে  । যেমন মনে কর , শিল্পকলায় নাটক দেখতে গিয়ে এক অভিনেত্রীকে দেখেই প্রেমে পড়ে গেছ , সেটাই  পূর্বরাগ ।  এই পূর্বরাগ নানাভাবে হতে পারে  যেমন মনে কর,
 মার্কেটে গিয়ে এক মেয়েকে দেখেই তোমার পছন্দ হয়ে গেল , তো মেয়েটির পেছনে কিছুক্ষণ ঘুরাঘুরি করলে , তারপর  কোনভাবে  মোবাইল নাম্বার জোগাড় করতে পারলে তোমাকে আর পায় কে ?  এই যে সরাসরি দেখায় যে প্রেমের বন্যা বয়ে গেল , একে বলে  সাক্ষাৎ-দর্শন পূর্বরাগ ।

ফেসবুকে একমেয়ের মেকআপ মারা ফটোশপ করা ছবি দেখে তুমি তার প্রেমে পড়ে যেতেই পারো ।  এইযে তুমি তার ছবি দেখেই প্রেমে পড়ে গেলে একে বলে চিত্রপট দর্শন- পূর্বরাগ ।  

 পাশের বাড়ির মেয়েকে তুমি স্বপ্নে দেখতেই পারো , তাতে দোষের কিছু নাই  । স্বপ্নে দেখে দেখে যে প্রেমের উৎপত্তি হয় , তাকে কি বলে জানো ? স্বপ্ন দর্শন- অনুরাগ ।

আমার মনে কর , তুমি  তোমার কোন এক বন্ধূকে বল্লে  , দোস্ত এই মেয়েটার নাম্রার দে তো যার কথা তুই খুব বলিস । সে দিল । তুমি কথা বোলতে বোলতে  প্রেমে পড়ে গেলে  । একে বলে  বন্ধুমুখে শ্রবণ-পূর্বরাগ    

এখন যে ধরনের পুররাগের কথা বলবো , সেই ধরনের  পূর্বরাগে মেয়েরাই বেশি পড়ে । যেমন কোন লোভী মেয়ে যদি শুনে ওই ছেলেটা খুব ভালো ছাত্র , কিংবা এতো বড়লোক , এতো ভালো জব করে । তাইলে ওই লোভী মেয়ে নিজের প্রেমিককে ছেড়ে  ওই ছেলের প্রতি অনুরাগ অনুভব করতেই পারে  , একে বলে কি জানো ?  সুসময়ের কোকিল- পূর্বরাগ ।  আর ছেলেরা এ ধরনের কাজ করলে তাকে বলে দুধে-মাছি-পূর্বরাগ  

 আবার মনে কর কোন মেয়েকে পটানোর  জন্য ওই মেয়ের বান্ধবী কে তুমি ঠিক করলে । তো বান্ধবী  ওই মেয়ের কাছে তোমার সম্পর্কে  এতো গুণকীর্তন করলো যে ,মেয়ে তোমার প্রেমে পড়ে গেল । একে বলে সখীমুখে শ্রবন-পুররাগ ।

 তোমার পাশের বাসার মেয়েটা প্রতিদিন সকালে ‘সা রে গা মা পাদে ক্যাডা’  শুনিয়ে বাসার সবার ঘুমের বারাটা বাজায় কিন্তু তোমার কাছে তা মধুর মধুর লাগে । এই  মধুর মধুর ভালোলাগাকে বলে সঙ্গীত শ্রবণ – পূর্বরাগ  

Tuesday, October 11, 2016

‘মন পাগল , তুই বর্তমান নিয়ে থাক’


এই পাগলা মন , তুই বুজিস না কেন , কারো জীবনই দুঃখ কষ্ট মুক্ত নয় । তাহলে কি এটা প্রশ্ন হয় না যে , তুই কি ওর সাথে মানিয়ে নিবি নাকি পালিয়ে বেড়াবি ?

শোন , আমাদের জীবনের অধিকাংশ দুঃখই অপ্রয়োজনীয় । আমরা এগুলো নিজেরাই সৃষ্টি করি । তুই জিনিসগুল মেনে নিতে পারিস না, তাই তোকে দুঃখ দেয় । তোর এই মেনে না নেওয়াটা একধরণের বিচার বিবেচনা । তুই ওটাকে যতটা মেনে নিতে পারবিনা ঠিক ততটা কষ্টই তুই পাবি । ব্যাটা মন , তুই তো সবসময় অতীত নিয়েই পড়ে থাকিস । তুই ব্যাটা বর্তমান কে শুধুই অস্বীকার করতে চাস । আর বর্তমান থেকে পালিয়ে বেড়াস । তুই যত পালাবি তত দুঃখ পাবি ।
শোন পাগলা , তুই বর্তমানকে সম্মান কর , গ্রহণ কর দেখবি তোর দুঃখ বেদনা কষ্ট সব চলে যাবে । মন কেন তুই বর্তমানকে অস্বীকার করিস । করন তুই অতীত ছাড়া চলতে পারিস না আর শুধু ভবিষ্যৎ কথা ভাবিস । মনে কর , পৃথিবীতে কোন মানুষ নাই , যা আছে শুধু গাছপালা আর পশুপাখি । তাহলে কি আর সেখানে কোন অতীত আর ভবিষ্যৎ থাকবে ? কেউ কি আর সময় কত জিজ্ঞেস করবে ? তাহলে এখন সময় কত ? অথবা এখন কত তারিখ ? উত্তর হচ্ছে ‘’এখন’’ /’’NOW’’ /বর্তমান । সেখানে আর কোন সময় নাই ।
ব্যাটা মন, তুইত সব সময় বর্তমানকে অতীত আর ভবিষ্যৎের চিন্তা দ্বারা ঢেকে রাখিস । তোর এই উল্টা পাল্টা স্বভাবের জন্য , বর্তমানের কোন সম্ভাবনা ও শক্তি কাজ করতে পারে না । তোর কারনে আমার বর্তমানের অমূল্য কাজের ব্যঘাত ঘটে । তোর ঐ অতীত চিন্তার কারনে মনের ভেতরে কিছু আবাসিক দুঃখ বাস করে ।
তুই আর কোন সময় অতীত চিন্তা করবি না । ভবিস্বতের কথাও ভাববি না । তোর হাতে যে সময় টুকু আছে তা হল একমাত্র ‘’বর্তমান ‘’ । এখন তুই যা পারিস করে নে । যে সুযোগ আসে সেটা গ্রহণ কর । যা হাতের কাছে পাস সেটাই নে । সব সময় বর্তমান সময়কে হ্যাঁ বল । যা এখন আছে তাই গ্রহণ কর । সেটাই তোর জন্য ভালো হবে । যা এখন আছে তা অস্বীকার করে কোন লাভ নাই । বর্তমানকে অস্বীকার করে তুই চলতে পারবি না । হ্যাঁ বোধক উত্তর দিয়ে তুই জীবনের কাছে আত্মসমারপণ কর এবং দ্যাক হটাৎ করে জীবন তোর বিরুদ্ধে না গিয়ে কেমন সুন্দর পক্ষে কাজ করছে ।