আজ হায় রুবি রায়,ডেকে বলি তোমাকে ,
তোমাকে কোথায় যেন দেখেছি ।।
মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে,
একদিন কত করে ডেকেছি
তোমাকে কোথায় যেন দেখেছি ।।
মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে,
একদিন কত করে ডেকেছি
আজ এই দুপুরে সাথে দুটি বাচ্চা নিয়ে
বাস থেকে তুমি যবে নামলে ।।
চিনতে পারবোনা তোমায়
সে কথা কি কোন দিন ভাবতে ।
দ্বীপ জ্বলা সন্ধ্যায়,হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি ।।
ও.. পাখি সে তো আসেনি,তুমি ভালবাসনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি।
আজ হায় রুবি রায়,ডেকে বলি তোমাকে ,
তোমাকে কোথায় যেন দেখেছি ।।
মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি
বাস থেকে তুমি যবে নামলে ।।
চিনতে পারবোনা তোমায়
সে কথা কি কোন দিন ভাবতে ।
দ্বীপ জ্বলা সন্ধ্যায়,হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি ।।
ও.. পাখি সে তো আসেনি,তুমি ভালবাসনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি।
আজ হায় রুবি রায়,ডেকে বলি তোমাকে ,
তোমাকে কোথায় যেন দেখেছি ।।
মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি
No comments:
Post a Comment