নির্দিষ্ট বয়সের পরে ভোটার হওয়ার ধারণাটা আমার ঠিক পছন্দ হয় না। বয়সতো ছাগলেরও হয় গরুরও হয়, তাই বলে নির্দিষ্ট বয়সের পরে ভোটার হবে এমন কোন কথা নাই। ভোটার হতে হলে তাকে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, বিশ্বায়ন, ভাষাগতসহ নির্দিষ্ট পর্যায়ের ও গুণের জ্ঞান অর্জন করতে হবে ও পরীক্ষা দিয়ে পাস করতে হবে তাহলেই সে ভোটার হিসেবে গন্য হবে। আগল পাগল ছাগলকে কোন জ্ঞান, প্রশিক্ষণ ছাড়া ভোটাধিকার দেওয়া চলবে না। ভোটার হওয়ার জন্য SSC পরীক্ষার মত পাবলিক পরীক্ষা হওয়া উচিত কিংবা BCS পরীক্ষার মতো ধাপে ধাপে যোগ্যতা যাচাই করে তবেই ভোটাধিকার দেওয়া যেতে পারে। মাথায় মাল ও কর্মে নিপুণতা থাকলে তাবেই ভোটার হবে।
দেশে দুই ধরনের মানুষ থাকবে - ১) সাধারণ মানুষ, ২) ভোটার। সাধারণ মানুষ ভোট দিতে পারবে না, তারা উৎপাদনের সাথে জড়িত থাকবে, তা সন্তান, বেলুন, খাদ্য কিংবা যাই হোক না কেন। আর ভোটাররা তাদের তীক্ষ্ণ চিন্তাশক্তি, বিদ্যা বুদ্ধি দ্বারা দেশের অভ্যন্তরীণ নীতিসহ সব ঠিক করবে। আর সাধারন মানুষ তখন বাৎসায়ন সূত্র প্রাকটিস করবে। রাত অনেক হল আপনারা বাৎসায়ন সূত্র প্রাকটিস করুন, আমি ঘুমাই।
দেশে দুই ধরনের মানুষ থাকবে - ১) সাধারণ মানুষ, ২) ভোটার। সাধারণ মানুষ ভোট দিতে পারবে না, তারা উৎপাদনের সাথে জড়িত থাকবে, তা সন্তান, বেলুন, খাদ্য কিংবা যাই হোক না কেন। আর ভোটাররা তাদের তীক্ষ্ণ চিন্তাশক্তি, বিদ্যা বুদ্ধি দ্বারা দেশের অভ্যন্তরীণ নীতিসহ সব ঠিক করবে। আর সাধারন মানুষ তখন বাৎসায়ন সূত্র প্রাকটিস করবে। রাত অনেক হল আপনারা বাৎসায়ন সূত্র প্রাকটিস করুন, আমি ঘুমাই।
No comments:
Post a Comment