মনের মানুষ না হইলে
মনের কথা কইও না।
কথা কইও না, প্রান স্বজনী।
মনের মানুষ না পাইলে
প্রানের কথা কইও না।
আবার অসৎ এরই এমন ধারা
চোরের নাউ সাউধের নিশানা
মুখের কথায় সব সেরে যায়
কাজে কিছুই না
তুমি শিমুল ফুলের রঙ দেখিয়া
ঝাম্প দিও না
মনের মানুষ না পাইলে
মনের মানুষ না হইলে
তোমার মনের কথা কইও না।
মনের কথা কইও না।
কথা কইও না, প্রান স্বজনী।
মনের মানুষ না পাইলে
প্রানের কথা কইও না।
আবার অসৎ এরই এমন ধারা
চোরের নাউ সাউধের নিশানা
মুখের কথায় সব সেরে যায়
কাজে কিছুই না
তুমি শিমুল ফুলের রঙ দেখিয়া
ঝাম্প দিও না
মনের মানুষ না পাইলে
মনের মানুষ না হইলে
তোমার মনের কথা কইও না।
No comments:
Post a Comment