জ্বালার উপর জ্বালা সই
জ্বালার উপর জ্বালা।
জলকে যাই পথ না পাই
বসন টানে কালা।।
সরম কর্যা ভরম কর্যা
বসন দিলাম মাথে।
সকল সখীর মাঝে কালা
ধরে আমার হাতে।।
রস করিতে জানে যদি
তবে সে মনের সুখ।
গোপত কথা বেকত করে
এই সে বড় দুখ।।
চলমল্যাকে চতুর বলি
হেটমুড়্যাকে জপু।
রস জানিলে রসিক বলি
নৈলে বলি ভেপু।।
লোচন বলে আলো দিদি
ইহা বললি কেনে।
কালার সমান রসিক নাই
এ তিন ভুবনে।।
জ্বালার উপর জ্বালা।
জলকে যাই পথ না পাই
বসন টানে কালা।।
সরম কর্যা ভরম কর্যা
বসন দিলাম মাথে।
সকল সখীর মাঝে কালা
ধরে আমার হাতে।।
রস করিতে জানে যদি
তবে সে মনের সুখ।
গোপত কথা বেকত করে
এই সে বড় দুখ।।
চলমল্যাকে চতুর বলি
হেটমুড়্যাকে জপু।
রস জানিলে রসিক বলি
নৈলে বলি ভেপু।।
লোচন বলে আলো দিদি
ইহা বললি কেনে।
কালার সমান রসিক নাই
এ তিন ভুবনে।।
(পদকর্তা লোচন দাস, বৈষ্ণব পদাবলী, শ্রীহরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, পৃষ্ঠা ৪৮৩, সাহিত্য সংসদ, ২০১৫)
No comments:
Post a Comment