নববর্ষের সকল সৌন্দর্য নারী, পহেলা ফাল্গুনের সকল রঙ নারী, ভ্যালেন্টাইনের সকল রূপ, ভালোবাসা নারী, এক কথায় সকল উৎসবের রঙ, রঙ্গ, অঙ্গ আবির্ভূত হয় নারীর রূপকে কেন্দ্র করে। একরাশ বেদনা তাদের জন্য যারা আজ প্রেয়সী কিংবা অর্ধাঙ্গিনী ছাড়া ঘুরবে আর চারপাশে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকবে। যাই হোক সবাইকে "শুভ নববর্ষ"।
No comments:
Post a Comment