কেন বা কানুর সনে পিরীতি করিনু ।
না ঘুচে দারুন নেহা ঝুরিয়া মরিনু ।।
আর জ্বালা সইতে নারি কত উঠে তাপ ।
বচন নিঃসৃত নহে বুকে খেলে সাপ ।।
জন্ম হইতে কুল গেল ধর্ম গেল দূরে ।
নিশি দিশি প্রাণ মোর কানু গুন ঝুরে ।।
নিষেধিলে নাহি মানে ধরম বিচার ।
বুঝিনু পীরিতের হয় স্বতন্ত্র আচার ।।
করমের দোষ এ জনমে কিবা করে ।
কহে বড়ু চণ্ডীদাস বাশুলীর বরে ।।
No comments:
Post a Comment