এক কাল হইল মোর নয়লি যৌবন ।
আর কাল হইল মোরে বাস বৃন্দাবন ।।
আর কাল হইল মোর কদম্বের তল ।
আর কাল হইল মোর যমুনার জল ।।
আর কাল হইল মোর রতন ভূষণ ।
আর কাল হইল মোর গিরিগোবর্ধন ।।
এত কাল সবে আমি বঞ্চি একাকিনী ।
এমন জনেক নাই শুনয়ে কাহিনী ।।
দ্বিজ চণ্ডীদাস কহে না কহ এমন ।
কর কোন দোষ নাই সব এক জন ।।
No comments:
Post a Comment