এ দেশে বসতি নৈল যাব কোন দেশে ।
যার লাগি প্রাণ কাঁদে তার পাব কিসে ।।
বল না উপায় সই বল না উপায় ।
জনম অবধি দুখ রহল হিয়ায় ।।
তিতা কৈল দেহ মোর ননদী বচনে ।
কত না সহিব জ্বালা এ পাপ প্রানে ।।
বিষ খায়া দেহ যাবে রব রবে দেশে ।
বাশুলী আদেশে কহে চণ্ডীদাসে ।।
No comments:
Post a Comment