( প্রথম পর্ব)
--------------------------
D. H. Lawrence এর Lady Chatterley's Lover বইটা ঘরেই ছিল। কৌতূহল বসত একবার পড়েই ফেললাম, এ দেখি পরকীয়ার অাদর্শ বই। জৈবিক তাড়নার কাছে হরে যায় সামাজিক স্তর বিন্যাস, পয়সার ঝনঝনানি আর খ্যাতির মোহ।
তারপর ক্লাস নাইন টেনে পড়া কুবেরের শালী নিয়ে পালিয়ে যাওয়া তো পার্সোনাল ফেভারিট।
সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত " পরকীয়া প্রেম" তো প্রথমে জানালা দরজা জানালা বন্ধ করে পড়তে বসেছিলাম পরে অবশ্য কিছু লেখা চোখের জল বের করে ছেড়েছে।
Gustave Flaubert এর Madame Bovary পড়ে তো ঢাকা মেডিকেলে গিয়ে সুন্দরী Intern ডাক্তার ছাড়া চিকিৎসাই নেই না।
Leo Tolstoy তো পরকীয়া প্রেমের বন্যা বইয়ে দিয়েছেন Anna Karenina তে। দুলাভাইয়ের গৃহকর্মীর সাথে প্রেম আর শালীর স্বামী রেখে আর একজনের সাথে লুতুপুতু প্রেম উপন্যাসটিকে যেন মধু মধু করেছে।
পরকীয়ার প্রথম ফাল্গুন এখানেই সমাপ্ত করি। একটু কলা ভবনের সামনে যেতে হবে।
No comments:
Post a Comment