কে যাসরে রঙিলা নার মাঝি !
সামের আকাশরে দিয়া,
আমার বাজানেরে কইও খবর,
নাইওরের লাগিয়ারে ।
গলুইতে লিখিলাম লিখন
সিন্তার সিঁদুর দিয়া,
আমার বাপের দেশে দিয়া
আইসো গিয়া
-
রে রঙিলা নার
মাঝি !
আমার বুকের নিঃশ্বাস পালে
নাওন ভরিয়া,
ছয় মাসের পন্থ যাইবা ছয় দণ্ডে চলিয়া,
-
- রে রঙিলা নার
মাঝি !
No comments:
Post a Comment