Saturday, August 5, 2017

বালছেড়া


--------------
ছোটবেলায় সমাসে পড়েছি " ফাকে বসে বাল গুলি =ফাল্গুনি " আর বড় হলে খারাপ কিছু করলেই বাবার গাল শুনেছি  "বালছেড়া।"  বালছেড়া ব্যাপারটা খুবই Painful.   যারা শখের বসে টেনে বাল ছিড়েছে কিংবা কাজ না থাকার দরুন বসে বসে বাল গুনেছে তারা জানে ব্যাপারটা কত অসম্মানের কত অপমানজনক।  বাল গজানো কিংবা থাকাটা যেমন শৌর্যবীর্যের  প্রতীক,  আর ছেড়াটা হল নপুংসকতা,  অলসতা,  অদক্ষতা আর  অনুর্বরতার প্রতীক।
কারো জন্য কারো যদি বালছেড়া যায় বুঝতে হবে তার মূল্য আছে,  তার প্রতি ভালবাসা আছে। আর যদি না যায় তাইলে ওই ব্যক্তির কাছে সে " যা ফোট Type. "
গুরুজনেরা বলেছেন " বালের যত্ন নিন "  মানে হচ্ছে নিজের গুনাবলীর যত্ন নেওয়া,  নিজের মানবীয় গুনাবলী উন্নতি করা,  পুরুষত্বের বীরত্ব দেখানো।  বাল শুধু গজালেই হবে না বালের গুরুত্ব বুঝতে হবে, বুঝলা ভাতিজা?  নইলে হয়ে যাবে বালছেড়া।  

No comments:

Post a Comment