Friday, May 11, 2018

জুডো কাতার ইতিহাস (১)

জুড়োর কাতা, ধুপধাপ থ্রো। যাইহোক জাপানের ইতিহাসের মত এই জুডো কাতার ইতিহাসও পুরানো।এই কাতাতে জাপানী সংস্কৃতি, স্থাপত্যকলা, যুদ্ধকৌশল, শিল্পসাহিত্য, ধর্মসহ সকল ধরনের সামাজিক ও অর্থনৈতিক রূপ বৈচিত্র্যের ছাপ পড়েছে। জাপানী জনগন যুদ্ধকৌশল ও অস্ত্রশস্ত্রকে সবসময় গুরুত্বের সাথে দেখে থাকে। সেখানে গড়ে ওঠা বিভিন্ন ধরনের মল্লযুদ্ধের যে রেকর্ড পাওয়া যায় তা হল "Nihon Shoki" এ লেখা কথাবার্তা যা খ্রিস্টপূর্ব ৭২০ অব্দে লেখা হয়েছিল। এতে বলা হয়েছে যে সে যুগে জাপানে "Chikara Kurabe" (Strength Comparison) নামে এক ধরনের দ্বন্দ্বযুদ্ধ হত যেখানে দুই যোদ্ধা উলঙ্গ বা কাছামারা অবস্থায় নিজের ও সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষায় জন্য প্রাণপণ যুদ্ধ করতো, হারলে গোত্রের মর্যাদা চলে যেত আবার কখনো কখনো যোদ্ধাকে মেরেও ফেলা হত। এ ধরনের আরো খালি হাতের দুইজনের যুদ্ধের অনেক দলিলপত্র পাওয়া যার জ্ঞান প্রজন্মান্তরে আজও সঞ্চারিত হচ্ছে। পরবর্তীতে এই যোদ্ধারাই জাপানী সমাজের একটি অভিজাত শ্রেনীতে পরিনত হয় এবং সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে, যা ঊনবিংশত শতাব্দীর শেষভাগ পর্যন্ত বজায় ছিল।

Picture: Chikara Kurabe, an ancient combat
method. Nineteenth-century artwork
from the Draeger collection.

Bibliography:

Otaki, T., & Draeger, D. F. (1983). Judo: Formal techniques: A complete guide to Kodokan randori no kata. Shinagawa-ku, Japan: Tuttle Publishing. pp. 15-16. 

No comments:

Post a Comment