Style is the man himself.
- BUFFON
জুডো কাতাকে দুভাগে ভাগ করা যায়ঃ
১) কোডকানে উদ্ভূত কাতা (Kodokan Pattern)
২) কোডকানের বাহিরে উদ্ভূত কাতা (Non Kodokan Kata)
১) কোডকানে উদ্ভূত কাতা (Kodokan Pattern)
কোডকানে ঐতিহ্যগতভাবে ৯টি কাতা চর্চা করা হয় যাদের চারটি ভাগে ভাগ করা যায়
Free Excercise:
ক) Nage no Kata (Forms of Throwing)
খ) Katame no Kata (Forms of Grapping)
Combat:
গ) Kime-no Kata (Classic Forms of Self-Defense)
ঘ) Goshin-justu (no Kata) (Modern Forms of Self-Defense)
ঙ) Goshin-ho (no Kata) (Modern Forms of Woman's Self-Defense)
Physical Education:
চ) Seiryoku Zen'yo Kokumin Taiiku (no Kata) (Forms of National Physical Education)
ছ) Ju no Kata ( Forms of Flexibility)
Theory:
জ) Itsutsu no Kata (Forms of Five)
ঝ) Koshiki no Kata ( Forms of Antiquity)
২) কোডকানের বাহিরে উদ্ভূত কাতা (Non Kodokan Kata)
কোডকানের কিছু অনুসারী কোডকানের বাইরে কোন উদ্ভূত কোন কাতার অস্তিত্বই স্বীকার করেন না এবং করলেও মনে করেন সেগুলো ভুল তাই প্রাক্টিস না করাই ভালো। এই ধরনের চিন্তা নিশ্চিতভাবে ক্ষতিকর । সকল জুডোকার বোঝা উচিত কোডকানের কাতাগুলো ঐতিহ্যগতভাবে অসাধারন কার্যকরী ও কালের পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু সেগুলোই একমাত্র কাতা নয়। তারা বেশী পরিচিত এবং ঐতিহ্যের কারনে বেশী সম্মান পেয়ে থাকে কিন্তু অন্যগুলোও যথাযথ মর্যাদার দাবিদার।
জুডোর মূলনীতি মেনে কোডকানের বাইরে প্রচুর কাতা জন্মলাভ করেছে; যাকে কাতার ব্যাক্তিগত সংস্করণ বলা যেতে পারে। এগুলো অভিজ্ঞ জুড়ো প্রশিক্ষকদের দ্বারা সৃষ্টি হয়েছে যার মধ্যে অনেকে কোডকানের শিক্ষার্থী বা প্রশিক্ষক ছিলেন। যেহেতু এগুলো কার্যকরী এবং অথর্বহ সেহেতু তা অবশ্যই চর্চা ও সংরক্ষক যোগ্য।এসব কাতার মধ্যে সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে Nage Ura no Kata (Forms of Counterthrowing) যা কোডকানের প্রখ্যাত জুডো প্রশিক্ষক Kyuzo Mifune (10th Dan) এর দ্বারা সৃষ্ট। এছাড়াও আরো অনেক Go-no-Sen no Kata রয়েছে যা জুডোকাদের চর্চা করা উচিত।
সকল জুডোকার খেয়াল রাখা ভালো যে ধ্রুপদী জুডো ও জুজুৎসুর হাজার হাজার কাতা রয়েছে।যাকে একেক জনের হাতের লেখার সাথে তুলনা করা যায় যেখানে ভুল কিংবা সঠিক কোন কথা নয় সবগুলোই নিজস্ব স্টাইল বা ধারা। কাতা ব্যাক্তির ব্যক্তিত্ব, অন্তর্নিহিত ভাব, ইচ্ছা, ধারনক্ষমতা, মতামতের প্রকাশ; অনেকটা যত মত তত পথ কিংবা নানা মুনির নানা মতের মত।
Bibliography:
Otaki, T., & Draeger, D. F. (1983). Judo: Formal techniques: A complete guide to Kodokan randori no kata. Shinagawa-ku, Japan: Tuttle Publishing. pp. 32-34.
No comments:
Post a Comment