''আমার বাড়ি যাইতে বন্ধু রে
কার বা রাখো ডর
ভাসুর আমার গা’র চকিদার
শ্বশুর দফাদার রে
যাইতে যদি ইচ্ছা কর রে
আমি থাকবো পথে
নেচে নেচে যাইও বন্ধু
আমার ঘর মাঝে রে''
কার বা রাখো ডর
ভাসুর আমার গা’র চকিদার
শ্বশুর দফাদার রে
যাইতে যদি ইচ্ছা কর রে
আমি থাকবো পথে
নেচে নেচে যাইও বন্ধু
আমার ঘর মাঝে রে''
No comments:
Post a Comment