‘’পোষা পাখী উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে’’ গানটি ছোটবেলা থেকে শুনে আসছি । গানকে আমি কতো ভালবাসি নিজেই জানি না । ছোটবেলায় রেডিও ছেড়ে দিয়ে গান শুনতাম আর পড়তাম । গান মনে হয় আমার বেঁচে থাকার অক্সিজেন । বিচ্ছেদ গান সে তো সব সময় আমি শুনি না , যখন মন খারাপ থাকে তখন শুনি । ‘পোষ মানা পাখি যখন অচেনা হয়ে যায়, মনকে তখন বোঝানোর কিছু থাকে না । তবে হ্যাঁ , যেদিন থেকে জেনেছি , ‘আমি ছাড়া পৃথিবী চলে’ সেদিন থেকে কোন কিছুতেই আর মন খারাপ করি না । পাখি যাবে তো কি ? যাক , ছেড়ে যখন দিয়েছি মানা করে কি লাভ ? তারপরেও পাখির জন্য মন খারাপ হলে গান শুনে মন ভালো করতে চেষ্টা করি । কিছু গান সেই পোষ মেনে উড়ে যাওয়া পাখির জন্য
১। পোষা পাখী উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে - বিজয় সরকার
২। ওরে আমার সোনার ময়না পাখি রে
ও তুই কোন ফাঁকে পালায়ে গেলি
আমার দিয়ে ফাকি রে
- বিজয় সরকার
৩ । শিকলি কাটা পাখি পেয়ে সইরে তারে ধরে রেখেছি ।
পাখির রূপ দেখিয়া ভুলে গিয়েছি ।
আমার ছিল কাঞ্চন পিঞ্জর ছিল বাইশ খুঁটির ঘর ,
পাখি থাকিত তার ভিতর
-প্রফুল্লরঞ্জন
৪। সেই শিকলি কাটা পাখির খোঁজে সজনি আমি যাবো কাননে ।
মন হলো মোর উতলা আকুলরে সেই পাখিটার কারনে ।
- প্রফুল্লরঞ্জন
৫। ক্ষ্যাপা তোর তোর সোনার খাঁচায় ময়না পাখি
কোনদিন যেন পালিয়ে যায় ।
তুই ওই পাখীরে বোল ধরায়ে
মন বেড়ি দিলিরে পায় ।
- প্রফুল্লরঞ্জন
৬। আমার সোনার ময়না পাখিরে
ও তুই উড়ু উড়ু করিস কেন এতো সুখে থাকিরে ।
- প্রফুল্লরঞ্জন
৭। আমার পোষ মানা সেই শ্যামা পাখি
সইরে সে যে শিকলি কেটেছে ।
- - প্রফুল্লরঞ্জন
৮। প্রেমের আবেশে ভুলে সই
বড় আশা সুখে পুষেছিলাম মায়াবি এক পাখি
শিকল কেটে উড়ে গেছে দিয়ে আমায় ফাকি ।
- প্রফুল্লরঞ্জন
৯। শিকলি কেটে গেলি পাখি এলি না খাঁচায় ।
বাটি ভরে খাবার দিব রে পাখি , ফিরে আয় ফিরে আয় রে ।
পরানের সেই দরদ ভুলে, গেলি কোন ফাঁকে দরজা খুলে ,
আমার শিখানো বোল গেলি ভুলে পড়ে কার মায়ায় ।
-বিজয় সরকার ।
(এই পোস্টটির জন্য আমি 'সুরঞ্জন রায় , সহকারী অধ্যাপক , শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজ , কালিয়া নড়াইল'
এর নিকট আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি । )
No comments:
Post a Comment