প্রথম যৌবনের কালে না হইল মোর বিয়া
আর কতকাল রহিম ঘরে একাকিনী হয়া
রে বিধি নিদয়া
হাইল পইল মোর সোনার যৌবন মলেয়ার ঝরে
মা ও বাপ মোর হইল বাদী না দিল পরের ঘরে
রে বিধি নিদয়া
বাপকে না কও সরমে মুই মাত্তক না কও লাজে
ধিকি ধিকি তুষের আঘুন জ্বলছে দেহার মাঝে
রে বিধি নিদয়া ।
আর কতকাল রহিম ঘরে একাকিনী হয়া
রে বিধি নিদয়া
হাইল পইল মোর সোনার যৌবন মলেয়ার ঝরে
মা ও বাপ মোর হইল বাদী না দিল পরের ঘরে
রে বিধি নিদয়া
বাপকে না কও সরমে মুই মাত্তক না কও লাজে
ধিকি ধিকি তুষের আঘুন জ্বলছে দেহার মাঝে
রে বিধি নিদয়া ।
No comments:
Post a Comment