নীতিবিদ্যা আছে, শরীরবিদ্যা আছে, প্রানীবিদ্যা আছে, উদ্ভিদ বিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে কিন্তু প্রেমবিদ্যা বা পিরীত বিজ্ঞান নামে কোন ডিপার্টমেন্ট কোন বিশ্ববিদ্যালয়ে নাই !
অথচ সবাই প্রেম নিয়ে ভাবে এর পিছনে দৌড়ায়। জীববিদ্যা আর শরীরবিদ্যা যেমন প্রেমকে স্নায়ু আর অক্সিটোসিন, এন্ডোফ্রিন, ডোপামিন, ভ্যাসোপিসিন হরমোনের এর খেলা বলেছে তেমনি মনোবিজ্ঞান বলেছে A from of hysteria বা এক ধরনের মৃগীরোগ। আর ফ্রয়েড এর Oedipus Complex, Electra Complex, Maslow এর Hierarchy of Needs তত্ত্বতো মনোবিজ্ঞানীরা প্রেমের কথা উঠলেই আওড়ায়।
দর্শন আর সাহিত্যের " The Essence of Love" কত শত রোমিও-জুলিয়েট, দেবদাস-পারু সৃষ্টি করেছে হিসাব নেই। কেউ কেউ অবশ্য ঠোটকাটা, তারা নিউরোলজি/স্নায়ুবিদ্যা, মনোবিজ্ঞান, দর্শনের ধার ধারে না ডাইরেক্ট বলে দেন "Love ain't nothing but sex misspelled. (-Harlan Ellison)"
যাই হোক সুন্দর শীত শীত সকালে সবাই প্রেম করুক বা প্লেটোর "Soul Mates" আইডিয়া অনুসারে প্রিয় মানুষ খুজে পাক আর আমি যেন শীতের সকালে এমন কাঁথা মুড়ি দিয়ে ঘুমাতে পারি সেই প্রার্থনা করি।
No comments:
Post a Comment