পুরান ঢাকার ইঞ্চিতে ইঞ্চিতে ব্যাবসা। বণিক থেকে বনিতা সবই আছে এখানে। আসছি ধোলাইখাল এলাকা দেখতে। Motor Civilization এর পিতৃভূমি মনে হচ্ছে একে। ছড়ানো ছিটানো ইঞ্জিন, পার্টস, কলকব্জা, টায়ার ; এ যেন পুরানো গাড়ির সমাধিক্ষেত্র । পুরানো পোড়া মবিল, দানবীয় মেশিনের অংশবিশেষ যৌবন হারিয়ে পথে পড়ে আছে। পরিত্যাক্ত ব্যারেল কাটার শব্দ, পাশ দিয়ে চলে যাওয়া 'এই আইসক্রিম', ট্রাক স্টান্ড দিয়ে যাওয়ার সময় 'ভাই! গাড়ি লাগবো নি' আহ্বান, পাব্লিক টয়ললেটের 'জুতা খুলে প্রবেশ করুন' সতর্কবার্তা, কুটমবাড়ির ইরানি বিরিয়ানি বিজ্ঞাপনের সাথে আবেদনময়ী ললনার ছবি (যেন বুঝাচ্ছে 'আমিই বিরানি, খেয়ে দাও। '), হাটতে হাটতে খুঁজে পাওয়া বুড়িগঙ্গা, যার এক পাশ থেকে ভেসে আসছে ডকইয়র্ডের হাই ডেসিবলের শব্দ আর পানি থেকে বিশ্রী গন্ধ, এই পানিতেই ধোয়া হচ্ছে সাদা কাপড়, ধুয়ে ধুয়ে পঁচা আবর্জনার উপর নাড়ছে, পাশেই মরা মুরগী! শালা! Urbanization! Industrialization! মেগাসিটি! মাপ কর।
No comments:
Post a Comment