Monday, January 29, 2018

"CALL ME BY YOUR NAME"

বান্ধবী বলেছিল শামসুন নাহার হলে নাকি এক জোড়া Lesibian আছে, বন্ধু বলেছিল আমাদের হলে নাকি অনেকগুলো সমকামী আছে আর TIME এর December 18, 2017 সংখ্যায় 'The 10 Best Movies by Stephanie Zacharek' এ ছয় নাম্বারে ছিল "CALL ME BY YOUR NAME" মুভিটা। ইতালিয়ান প্রফেসর বাবার ১৭ বছরের কিশোর ছেলে আর হ্যান্ডসাম আমেরিকান অতিথী, যার রূপ, নাচ, স্মার্টনেস দেখে ঐ কিশোর ছেলে তার প্রেমেই পড়ে যায়। এ সব নিয়ে সৃষ্ট এ কাহিনীতে কোন পতন নাই, গীতিকাব্যের মতো দর্শক ধরে রাখার মতো টানটান ঘটানাপ্রবাহ রয়েছে মুভিটাতে। এক কথায়, "The whole movie is a rapturous, bittersweet seduction."

No comments:

Post a Comment