আমি বাস মালিক হলে প্রত্যেকটা বাসে প্রেমিক প্রেমিকাদের জন্য আলাদা চেম্বার রাখতাম যাতে তারা দূরপাল্লার যাত্রায় যেভাবে খুশি ঘুমাতে পারে, একটু হাত ধরতে পারে, কিংবা লাইট অফ হলে টুপ করে একটা চুমুও খেতে পারে। ঢাকা শহরে এই পাব্লিক বাসে কোন জুটি বসলে আশেপাশের সিট থেকে মানুষ আড়চোখে তাকিয়ে থাকে যা মোটেও ভালো, শোভনীয় নয়।
No comments:
Post a Comment