কার সাথে যুদ্ধ করতে হবে কিংবা কথা বলতে হবে এটা একটা আর্ট; যেমন হেক্টর যদি একেলিসের সাথে যুদ্ধ না করে পাশের বাড়ির সলিমুদ্দির নাক ফাটিয়ে দিত তাহলে তাকে কে মনে রাখতো? তেমনি মেঘনাদ-লক্ষন, রাম-রাবণ, সানি লিওন-রেন্ডিয়ার জারজ সবাই যার যার লেভেল বজায় রাখে। যে যা বোঝে না তার কাছে তা আলোচনা করে কোন লাভ নেই। যেমন ম্যাথম্যাটিসিয়ানের কাছে দর্শনের কোন নাই, ট্রাম্পের কাছে জলবায়ু চুক্তির কোন ভ্যালু নাই। তাই সমমতালম্বী, সমযোগ্যতা সম্পন্ন মানুষের সাথে interaction করা ভালো। তাতে উলু বনে মুক্তো ছড়ানো হয় না, আশাভঙ্গ হয় না, অপমানিত হতে হয় না । চারপাশে শুয়োরের অভাব নেই তারা তো চাইবেই কাদা মাখিয়ে দিতে তাদের থেকে দূরে থাকাই রাজহাসের পক্ষে শোভনীয়।
No comments:
Post a Comment