ছদ্মবেশে রাবির ছাত্র হলের কক্ষে ছাত্রী!
নিয়ে ফেসবুকে নিউজফিডের আনাগোনা দেখলাম , কেন ভাই ? মানুষে যে পর্ণ দেখে, পাশের বাসার জাকিয়া ভাবির সাথে ২৯ খেলে তাতে কিছু হয় না? তবে যে যাই বলুক এই জুটির সাহস আছে । তারা তো আর ক্যান্টিনে ফাও খায় নি, ডাইরেক রুমে গিয়ে ফিতা খুলেছে । তারা জানে শারীর-ব্যাপার বলে কামের (Sex) মূল্য কম, আত্মার ব্যাপার বলে প্রেমের মূল্য বেশী। তাই তারা প্রেম করে বিয়ে করে ফেলেছে, অবৈধ ভাবে লাগালাগি করে নাই । তবে প্রেম বলে আলাদা কিছু বোধ হয় নেই, কামই যখন আত্মার রং লেগে সুন্দর ও শালীন হয়ে ওঠে তখনই তা প্রেম নামে অভিহিত হয়। প্রেম কামেরই ঊর্ধ্বমুখীন সুন্দর প্রকাশ । তাই জঠরের (পেট/Belly) চেয়ে কাম বড় – Sex is more spiritual than belly. আত্মার সাথে সম্বন্ধ আছে বলে কামের ঊর্ধ্বগতি আছে জঠরের নেই । তাই কাম এতো কাব্য সাহিত্যের উপজীব্য হয়েছে, জঠর হয়নি । জঠর একটা ইতর ব্যাপার, তার কোন সৌন্দর্য নেই। কেবল টিকে থাকার জন্য তার প্রয়োজন । কিন্তু কাম ইতর ব্যাপার নয় শ্রদ্ধেয় ব্যাপার । সৌন্দর্যের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক, মহত্ত্বের সঙ্গেও । শ্রদ্ধেয় ব্যাপার বলেই তার বেলা এতো আঁটাআঁটি, এতো সাবধানতা। পূজালয়ে প্রবেশ করতে হলে যে শ্রদ্ধা আর নিষ্ঠা প্রয়োজন, এখানেও তাই আবশ্যক । তাই তারা রুমে ঢুকার আগে গোসল আর দুপ্যাকেট কনডমও সাথে নিয়ে ঢুকেছে । তাই এসব পবিত্র ও সৃষ্টিশীল ব্যাপার নিয়ে মাতামাতি করার কিছু নাই । মামলা শেষ , ঐ মামা দুধ চিনি বেশী দিয়ে এক কাপ চা দাও ।
নিয়ে ফেসবুকে নিউজফিডের আনাগোনা দেখলাম , কেন ভাই ? মানুষে যে পর্ণ দেখে, পাশের বাসার জাকিয়া ভাবির সাথে ২৯ খেলে তাতে কিছু হয় না? তবে যে যাই বলুক এই জুটির সাহস আছে । তারা তো আর ক্যান্টিনে ফাও খায় নি, ডাইরেক রুমে গিয়ে ফিতা খুলেছে । তারা জানে শারীর-ব্যাপার বলে কামের (Sex) মূল্য কম, আত্মার ব্যাপার বলে প্রেমের মূল্য বেশী। তাই তারা প্রেম করে বিয়ে করে ফেলেছে, অবৈধ ভাবে লাগালাগি করে নাই । তবে প্রেম বলে আলাদা কিছু বোধ হয় নেই, কামই যখন আত্মার রং লেগে সুন্দর ও শালীন হয়ে ওঠে তখনই তা প্রেম নামে অভিহিত হয়। প্রেম কামেরই ঊর্ধ্বমুখীন সুন্দর প্রকাশ । তাই জঠরের (পেট/Belly) চেয়ে কাম বড় – Sex is more spiritual than belly. আত্মার সাথে সম্বন্ধ আছে বলে কামের ঊর্ধ্বগতি আছে জঠরের নেই । তাই কাম এতো কাব্য সাহিত্যের উপজীব্য হয়েছে, জঠর হয়নি । জঠর একটা ইতর ব্যাপার, তার কোন সৌন্দর্য নেই। কেবল টিকে থাকার জন্য তার প্রয়োজন । কিন্তু কাম ইতর ব্যাপার নয় শ্রদ্ধেয় ব্যাপার । সৌন্দর্যের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক, মহত্ত্বের সঙ্গেও । শ্রদ্ধেয় ব্যাপার বলেই তার বেলা এতো আঁটাআঁটি, এতো সাবধানতা। পূজালয়ে প্রবেশ করতে হলে যে শ্রদ্ধা আর নিষ্ঠা প্রয়োজন, এখানেও তাই আবশ্যক । তাই তারা রুমে ঢুকার আগে গোসল আর দুপ্যাকেট কনডমও সাথে নিয়ে ঢুকেছে । তাই এসব পবিত্র ও সৃষ্টিশীল ব্যাপার নিয়ে মাতামাতি করার কিছু নাই । মামলা শেষ , ঐ মামা দুধ চিনি বেশী দিয়ে এক কাপ চা দাও ।
No comments:
Post a Comment