ফেসবুকে অধর রাঙানো আবেদনময় অঙ্গভঙ্গি ওয়ালা সুন্দরীদের দেখিলে আমার ইংরেজ উপনিবেশ আমলের "ফিশিং ফ্লিট" ( স্বামী শিকারি জেলে বহর) এর কথা মনে পড়িয়া যায়। উত্তমাশা অন্তরীপ পার হইয়া আসা ওই সব মেমসাহেবরা যেমন ফিরিঙ্গি ভুলাইয়া প্রেমিক/স্বামী জুটাইত তেমনি এই সব ভঙ্গীওয়ালী রসবতীরা ঠোঁটবাঁকানো চিত্রপটের মাধ্যমে "পাত্র চাই" বিজ্ঞাপন প্রচার করিয়া থাকে।
No comments:
Post a Comment