বাংলামটর জ্যাম, গোলাপি এক সুন্দরী উঠল বাসে, সব ঢাকা শুধু চোখ দুটি বাইরে, মনে হল চন্দন বর্ণের উপর তিনটি তিনটি কালো বৃত্তচাপের ভেতর দুটি কালো বৃত্ত। বৃত্ত দুটি শুধু এদিক যায় ওদিক যায়, মাঝে মাঝে স্থির হয়ে থাকে। বসবি বস একদম আমার সামনে, তাকালেই চোখে চোখে পড়ে। এদিকে আমি ঘামতে শুরু করেছি। সুন্দরী মাঝে মাঝে পলকও ফেলে তখনই হৃদপিন্ডের সকল কপটিকা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।
ফার্মগেটে এসে বাসে সিট খালি হলো, সুন্দরী লেডিস সিটে গিয়ে বসল।
বালের এতো জ্যাম ক্যা? গাড়ি চলে না কেন? পাশের যাত্রী ফোনে কার্ড খেলতে শুরু করলেন আর আমি কানে এয়ারফোন গুজে ঘুমাতে লাগলাম।
ফার্মগেটে এসে বাসে সিট খালি হলো, সুন্দরী লেডিস সিটে গিয়ে বসল।
বালের এতো জ্যাম ক্যা? গাড়ি চলে না কেন? পাশের যাত্রী ফোনে কার্ড খেলতে শুরু করলেন আর আমি কানে এয়ারফোন গুজে ঘুমাতে লাগলাম।
No comments:
Post a Comment