Friday, February 9, 2018

:-
তুমি আমার পর্যাবৃত্ত গতি,
তুমি আমার একাদশে বৃহস্পতি,
তোমার সাথে আমার আয়নিক বন্ধন,
তোমার দেখলে আমার বিভবশক্তি হয় গতিশক্তি,
তুমি আমার ক্যালকুলাসের আপার লিমিট,
আমার অভিসারিতা অপসারিতার কারন তুমি।
নেশা:-
তোমার Escape Velocity (মুক্তিবেগ) আমার আকর্ষণ শক্তি থেকে বেশী!

No comments:

Post a Comment