যখন সাধ ছিলো ইচ্ছা ছিল তখন সাপ্লাই ছিলো না। এখন সাপ্লাই আছে কিন্তু সব বিস্বাদ হয়ে গেছে, ভালো লাগে না। পাওয়ার পর মনে হল কি যেন একটা নাই অথচ কি আগ্রহই না ছিল। এখন মনে হয় সুখ অন্য কোনখানে, অন্য কোন প্রান্তরে। এখান থেকে আমি মুক্তি চাই; এ যেন বন্ধন। হায়রে সুখ! সিগময়েড ফ্রয়ডের সুখ! ক্ষনেক্ষনে তোর সংগা বদলায়।
কখনো প্রাপ্তির আকুলতায় গেয়ে উঠি,
"বিধিরে তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখলি না,
আমার বুকটা ভরে তৃষ্ণা দিলি সেই তিয়াসা মেটায় এমন মানুষ দিলি না....."
আবার মুহূর্তেই বিতৃষ্ণা বেজে ওঠে বাউল সুরে
"সংসার আমার ভাল লাগে না........."
সুখ বিলাসী মন আমার সুখ খুঁজে কিন্তু সুখ সে তো চড়ুইপাখি, শুধু ফুরৎ ফুরৎ।
কখনো প্রাপ্তির আকুলতায় গেয়ে উঠি,
"বিধিরে তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখলি না,
আমার বুকটা ভরে তৃষ্ণা দিলি সেই তিয়াসা মেটায় এমন মানুষ দিলি না....."
আবার মুহূর্তেই বিতৃষ্ণা বেজে ওঠে বাউল সুরে
"সংসার আমার ভাল লাগে না........."
সুখ বিলাসী মন আমার সুখ খুঁজে কিন্তু সুখ সে তো চড়ুইপাখি, শুধু ফুরৎ ফুরৎ।
No comments:
Post a Comment