ডিপার্টমেন্টে গিয়েই শুনলাম সদ্য যোগদানকৃত ম্যাম "Liberal Feminism" (উদার নারীবাদ) পড়াবেন। যাক! মধ্যবয়সী, চাচার সহপাঠিনী ম্যামদের লেকচার শুনতে শুনতে ক্লাসে ঝিমিয়ে পড়তাম এবার যদি জেগে থাকার কিছু পাই আর ম্যাম যদি একটু Liberal হয় (মন মানসিকতা প্লাস পোশাকে) তাহলেই কেল্লাফতে। ম্যাম এলেন, আপদমস্তক কালো পর্দা বিদ্যামান, ক্লাসের মাঝে মাঝে আবার সব কিছু ঠিক করে দেখেন কিছু দেখা যায় কিনা!
শালা! আমার Liberal Feminism! এরপর থেকে ঐ ম্যামের ক্লাসে কোনদিন যাইনি।
শালা! আমার Liberal Feminism! এরপর থেকে ঐ ম্যামের ক্লাসে কোনদিন যাইনি।
No comments:
Post a Comment