আমার স্বরতন্ত্রী কেপে ওঠে যার কম্পনে সে তো আমার মাতৃভাষা আমার মায়ের বুলি,
আমার খাতায় ফুটে ওঠে যার জ্যামিতিক রেখা সে আমার মায়ের ভাষার পেশীর অবয়ব,
আমার কর্নকূহরে বেজে ওঠে যে গানের স্বরলিপি
সে আমার বাংলা ভাষার সুমধুর ধ্বনি ।
আমার খাতায় ফুটে ওঠে যার জ্যামিতিক রেখা সে আমার মায়ের ভাষার পেশীর অবয়ব,
আমার কর্নকূহরে বেজে ওঠে যে গানের স্বরলিপি
সে আমার বাংলা ভাষার সুমধুর ধ্বনি ।
No comments:
Post a Comment