বালকের ঘুড়ি উড়তে উড়তে পড়ল বুড়িগঙ্গায়, সদ্য কেনা লাটিমের লাজুক মেয়ের প্রথম সঙগমের মতো ঘুরতে চাওয়ার জড়তা, এতিমখানার অপুষ্টিতে ভোগা বালকের শুষ্ক হাসি, লাল রঙের লাস্যময়ীকে ঘুটিতে বাঁধা শাঁড়ের তাড়া, পুরাকীর্তির পাশে ক্যাকটাসে ফুটে থাকা ফুল, জলে ভাসা পাতাহীন কচুরিপানা.......... দেখতে দেখতে আমার হেটে চলা ।
No comments:
Post a Comment