সুন্দরীরা ছেলেদের দুভাগে দেখে
১) অনুরাগ পার্টি - যারা তার প্রেমে পড়ে তারা এ গ্রুপের সদস্য । তারা মনে করে আবাল থেকে বৃদ্ধ সকলে তার রূপে বিমহিত হয়ে আমের আঁঠির ভেপু নিয়ে কৃষ্ণ সেজে রইবে । আর যারা রইবে না তারা বিরোধীদলীয় ঠিক যেন Animal Farm এর Snowball এর মতো ।
২) কোপানল পার্টি - অন্যান্য সুন্দরী ও তাদের গুণমুগ্ধরাসহ সকলে এই লিস্টে । তার প্রেমে কেউ না পড়লেই এ গ্রুপে ঠাই নিশ্চিত ।
১) অনুরাগ পার্টি - যারা তার প্রেমে পড়ে তারা এ গ্রুপের সদস্য । তারা মনে করে আবাল থেকে বৃদ্ধ সকলে তার রূপে বিমহিত হয়ে আমের আঁঠির ভেপু নিয়ে কৃষ্ণ সেজে রইবে । আর যারা রইবে না তারা বিরোধীদলীয় ঠিক যেন Animal Farm এর Snowball এর মতো ।
২) কোপানল পার্টি - অন্যান্য সুন্দরী ও তাদের গুণমুগ্ধরাসহ সকলে এই লিস্টে । তার প্রেমে কেউ না পড়লেই এ গ্রুপে ঠাই নিশ্চিত ।
No comments:
Post a Comment