বাল! বাল! বাল!
আমার বিছানায় এ কার বাল?
জিজ্ঞেস করি রুমমেটকে
বলে "How would I know?"
ইমেইল করলাম প্রক্টরকে ফটোগ্রাফসহ
তিনি রিপ্লাই দিলেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটি টিম পাঠাচ্ছেন ।
এলেন তারা সাথে একজন জুড়িসিয়াল মেজিট্রেট।
কেস স্টাডিজ চলল ঘন্টাখানেক ধরে
তারপর রিপোর্ট দিলেন,
বসন্তের এ দক্ষিনা সমীরনে ভেসে এসেছে এ তন্তু
হয়তো কোন তেপান্তরের মাঠ পেরিয়ে সামুদ্রিক পাখির মত একটু আশ্রয়ের আশায়।
হতে পারে এ বাল আমাজনের গহীন অরন্য সভ্যতার অষ্টাদশী অসূর্যস্পশ্যার।
কিংবা নীল সমুদ্রের বুকে সার্ফিং করতে থাকা বুদাপেস্টের রাজকুমারীর।
যে হয়তো হিংস্র হাঙরের আক্রমনে এতক্ষনে মৃত।
যারই হোক এ যৌবনের সিম্বল উড়ে যখন এসেছে কি আর করা!
কাপ্তান বাজারের সবচেয়ে দামী শ্বেত কপোতের ডানায় করে উড়িয়ে দেবো তাকে আবার।
তারপর হবে সব স্মৃতি!
হায়রে বাল!
উড়ে যায় কায়া
রেখে যায় মায়া!
আমার বিছানায় এ কার বাল?
জিজ্ঞেস করি রুমমেটকে
বলে "How would I know?"
ইমেইল করলাম প্রক্টরকে ফটোগ্রাফসহ
তিনি রিপ্লাই দিলেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটি টিম পাঠাচ্ছেন ।
এলেন তারা সাথে একজন জুড়িসিয়াল মেজিট্রেট।
কেস স্টাডিজ চলল ঘন্টাখানেক ধরে
তারপর রিপোর্ট দিলেন,
বসন্তের এ দক্ষিনা সমীরনে ভেসে এসেছে এ তন্তু
হয়তো কোন তেপান্তরের মাঠ পেরিয়ে সামুদ্রিক পাখির মত একটু আশ্রয়ের আশায়।
হতে পারে এ বাল আমাজনের গহীন অরন্য সভ্যতার অষ্টাদশী অসূর্যস্পশ্যার।
কিংবা নীল সমুদ্রের বুকে সার্ফিং করতে থাকা বুদাপেস্টের রাজকুমারীর।
যে হয়তো হিংস্র হাঙরের আক্রমনে এতক্ষনে মৃত।
যারই হোক এ যৌবনের সিম্বল উড়ে যখন এসেছে কি আর করা!
কাপ্তান বাজারের সবচেয়ে দামী শ্বেত কপোতের ডানায় করে উড়িয়ে দেবো তাকে আবার।
তারপর হবে সব স্মৃতি!
হায়রে বাল!
উড়ে যায় কায়া
রেখে যায় মায়া!
No comments:
Post a Comment