- I love you.
- Thank you vaiya.
কেমন লাগে বলুন তো? ইহাই ছিল আমার প্রেমের আবেদনের প্রতিউত্তর। সে রূপসী, সর্বাঙ্গসুন্দরী মানসী, প্রাণোচ্ছল হাসিধারিনী। তাহার স্বর্ণকান্তী দেহছটা, গ্রীষ্মের সূর্যের মত রূপদ্যুতি, তাই এতো দেমাগ?
জানিতে চাও সে কে? সে হতে পারে বৈষ্ণব পদাবলীর রাধিকা, নীল নদের সর্পখ্যাত ক্লিওপেট্রা কিংবা মেনিলাউসের এর স্ত্রী হেলেন কিংবা ইতালিয়ান ফিল্মের মনিকা বেলুচ্চি। তাহার মুক্তাজ্যোতি দন্তরাশী, নৃত্যছন্দ, পদ্মনাল বাহুদ্বয়, রক্তজবা লিপিস্টিক, মস্তিষ্কের নির্ঘুম হরমোনকে প্রভাবিত করে জাগিয়ে রাখলো আজ রাত।
তাহার জন্য হতে পারি রানী ইসাবেলার নৌ সেনাপতি ফার্নাদেস কার্তেজ কিংবা ভাস্কো -দা- গামা কিংবা কবি জন ডাইন, তারপর বলিতে পারি " For God sake hold your tounge and let me love. "
যুবক তুমি করিয়াছ ভুল, DNA এর ডাবল হেলিক্স গঠন পড়িয়াছ, ব্যাবলিয়ন অ্যালজেবরা আর জটিল অ্যালগরিদম বুঝিয়াছ, দর্শনের শূন্যবাদ থেকে নৈরাশ্যবাদ গিলিয়াছ, অপটিক্যাল ফাইবার থেকে টুইস্টেট ক্যাবল দিয়ে তথ্য পাচার করিয়াছ কিন্তু মেয়ে মানুষের মনে ঢুকিবার কৌশল কিংবা সিস্টেম Crack করিতে শিখো নাই। তাইতো তাহার ভাইয়া ডাক মহাভারতের অভিমন্যু বধের ন্যায় চক্রব্যূহ রচনা করিয়া সপ্তরথী সদৃশ্য তীর নিক্ষেপ করিতেছে।
এ প্রেম যন্ত্রনার প্রতিষেধক কি ডেভিডসনের "মেডিসিন" এ লেখা আছে ? নিউরোলজি কি বলেছে এ বিষয়ে?
Shelly, Keats, D H Lawrence, বিদ্যাপতি, চন্ডীদাস, মুকুন্দদাস বাঁচিয়া থাকিলে আজ তাহাকে লইয়া লেখা হইত verse কি verse, পংক্তি কি পংক্তি। ননজুডিশিয়াল স্টাম্পে লিখিয়া দিতে পারি কার্ল মার্কস নেশাকে দেখিলে বুর্জোয়া, প্রলিতেরিয়েত শ্রেনী বিভাগের সাথে নেশা প্রেমিক সম্প্রদায়ও অন্তর্ভুক্ত করিতেন।
যদি কোন প্রেমবীক্ষন যন্ত্র থাকিত বা প্রেমমিটার বলিয়া কিছু থাকিত তাতে মাপিয়া দেখাইতাম অনুভুতির মাত্রা কত।
- Thank you vaiya.
কেমন লাগে বলুন তো? ইহাই ছিল আমার প্রেমের আবেদনের প্রতিউত্তর। সে রূপসী, সর্বাঙ্গসুন্দরী মানসী, প্রাণোচ্ছল হাসিধারিনী। তাহার স্বর্ণকান্তী দেহছটা, গ্রীষ্মের সূর্যের মত রূপদ্যুতি, তাই এতো দেমাগ?
জানিতে চাও সে কে? সে হতে পারে বৈষ্ণব পদাবলীর রাধিকা, নীল নদের সর্পখ্যাত ক্লিওপেট্রা কিংবা মেনিলাউসের এর স্ত্রী হেলেন কিংবা ইতালিয়ান ফিল্মের মনিকা বেলুচ্চি। তাহার মুক্তাজ্যোতি দন্তরাশী, নৃত্যছন্দ, পদ্মনাল বাহুদ্বয়, রক্তজবা লিপিস্টিক, মস্তিষ্কের নির্ঘুম হরমোনকে প্রভাবিত করে জাগিয়ে রাখলো আজ রাত।
তাহার জন্য হতে পারি রানী ইসাবেলার নৌ সেনাপতি ফার্নাদেস কার্তেজ কিংবা ভাস্কো -দা- গামা কিংবা কবি জন ডাইন, তারপর বলিতে পারি " For God sake hold your tounge and let me love. "
যুবক তুমি করিয়াছ ভুল, DNA এর ডাবল হেলিক্স গঠন পড়িয়াছ, ব্যাবলিয়ন অ্যালজেবরা আর জটিল অ্যালগরিদম বুঝিয়াছ, দর্শনের শূন্যবাদ থেকে নৈরাশ্যবাদ গিলিয়াছ, অপটিক্যাল ফাইবার থেকে টুইস্টেট ক্যাবল দিয়ে তথ্য পাচার করিয়াছ কিন্তু মেয়ে মানুষের মনে ঢুকিবার কৌশল কিংবা সিস্টেম Crack করিতে শিখো নাই। তাইতো তাহার ভাইয়া ডাক মহাভারতের অভিমন্যু বধের ন্যায় চক্রব্যূহ রচনা করিয়া সপ্তরথী সদৃশ্য তীর নিক্ষেপ করিতেছে।
এ প্রেম যন্ত্রনার প্রতিষেধক কি ডেভিডসনের "মেডিসিন" এ লেখা আছে ? নিউরোলজি কি বলেছে এ বিষয়ে?
Shelly, Keats, D H Lawrence, বিদ্যাপতি, চন্ডীদাস, মুকুন্দদাস বাঁচিয়া থাকিলে আজ তাহাকে লইয়া লেখা হইত verse কি verse, পংক্তি কি পংক্তি। ননজুডিশিয়াল স্টাম্পে লিখিয়া দিতে পারি কার্ল মার্কস নেশাকে দেখিলে বুর্জোয়া, প্রলিতেরিয়েত শ্রেনী বিভাগের সাথে নেশা প্রেমিক সম্প্রদায়ও অন্তর্ভুক্ত করিতেন।
যদি কোন প্রেমবীক্ষন যন্ত্র থাকিত বা প্রেমমিটার বলিয়া কিছু থাকিত তাতে মাপিয়া দেখাইতাম অনুভুতির মাত্রা কত।
No comments:
Post a Comment