Sunday, January 1, 2017

দ্বিজ চণ্ডীদাস - না কর না কর ধনি এত অপমান ।

না কর না কর ধনি এত অপমান ।
তরুণী হইয়া কেনে একে দেখ আন ।।
বংশী পড়শি আমি শপথ করিয়ে ।
তোমা বিনা দিবা নিশি কিছু না জানিয়ে ।।
ফাগুবিন্দু দেখিয়া সিদুর বিন্দু কহ ।
কণ্টকে কংকনদাগ মিছাই ভাবহ ।।
এত কহি বিনোদ নাগর চলিতে চায় ঘর ।
চণ্ডীদাস কহে রাই কাঁপে থর থর ।।

No comments:

Post a Comment