Sunday, September 3, 2017

"গালির সমাজতাত্ত্বিক মূল্যবোধ"     অথবা "বাল  Vs Shit কিছু কথা" 


দেশ কাল এলাকা ভেদে কিছু শব্দ আছে যা লোকে গালি হিসেবে মনে করে না বরং বন্ধুত্বের নমুনা বা অন্তরঙ্গতা  বলে করে।  যেমন আমরা বাল শব্দটা ব্যাবহার করি অনানুষ্ঠানিক ক্ষেত্রে যেমন বন্ধুদের আড্ডায় কিংবা ঘনিষ্ঠজনদের সাথে।  কেউ কিছু মনে করে না।  অনেক সময় বন্ধুকে বোকাচোদা বলে  গালি দেই,  তাতে বন্ধুত্ব নষ্ট হয় না বরং মজবুত হয়।  জানা গালিগুলো যদি বন্ধুদের  সাথে ব্যাবহার করতে না পারি তাহলে সেটা স্বার্থের সম্পর্ক  মনের না।

ইদানীং কিছুছেলে ইংরেজি মুভি দেখে "Fuck",  "Fuck You ",  "Shit" শব্দগুলো শিখেছে।  যার সরল বাংলায় অর্থ করলে দাড়ায় "আমি তোকে চুদি "  আর "গু"।  যেটা আমাদের সমাজের প্রচলিত ভাষারীতির সাথে যায় না।  এটা হয়তো ওই দেশের সংস্কৃতির,  মূল্যবোধের সাথে যায় কিন্তু আমাদের দেশে তা কেউ ব্যাবহার  করে না কারন তা  মূল্যবোধ ও প্রচলিত Code of Conduct  এর violation বা লংঘন।    কেউ হয়তো shit বা  fuck you ব্যাবহার করে ভাবছে আমি সভ্যতার এক ধাপ এগিয়ে গেলাম,  তা কিন্তু না।  বরং সমাজের রীতি ভাংগার কারনে,   ভাষা দূষনের কারনে লোকে তাকে খারাপ বলবে এটাই নিয়ম।
 প্রত্যেকটা গালির  একটা Sociological Background আছে।  সমাজের এক এক ধরনের নিয়ম ভাংগার কারনে এক এক গালি নির্দিষ্ট আছে। কেউ যদি সেটা না জানে তবে ভাষার মাধূর্য হতে সে অনেক খানি  বঞ্চিত হল।  ( গালি সম্পর্কে জানতে   ব্লগের এই পোষ্টটি দেখা যেতে পারে http://apekhik.blogspot.com/2016/07/blog-post_5.html?m=1 )
সমাজতাত্ত্বিক ব্যাখ্যা না জেনে গালি ব্যাবহার করাও এক ধরনের  মূর্খতা।  গালি ভাষার অলংকার তাই shit কিংবা Motherfucker কোথকে শিখে এসে বাংলা ভাষা দূষন না করাই ভাল।

No comments:

Post a Comment