Saturday, November 12, 2016

বাংলা গানের ঘাড়ে ইংরেজ জ্বীনের আসর্ঃ

Noman Abdullah

"কানের নীচে" শব্দযুগল আমার কাছে খুবই পছন্দনীয়। জ্ঞাতার্থে বলি, ছবিটা 'কু'ক' এস্টুডিও'র '' সুন্দরী কমলা"র । 'অর্বাচীনেরা' বলবে., 'প্রাচীনের'ই সমস্যা। আরে ভাই, পরের 'নলখাগড়া' ধরে টানাটানি করলে যদি স্মার্ট হওয়া যায়, তাইলে আমি এই বান্দরের ছবি পাইলাম কই?
তোমরা আসলে চাও কী? দেশি-বিদেশী কম্বিনেশন্? 'শংকরে' তো 'সংখ্যা-আয়তন-পরিমাণ' বাড়ে; 'স্বাদ-গন্ধ-গুণাগুণ' বাড়ে না।
এভাবে বাংলা গানের '২৩' না মেরে বাঁদরামি করতে চাইলে 'যাত্রা'র মঞ্চে যাও। পাবলিক খাবে বেশ।
আমাদের জুনিয়র'রা অবশ্য এখনো 'জুনিয়র হরলিক্স' হিসেবে খেতে চায়..........!!
ভালো তো লাগবেই রে ভায়া!! বয়স তো কম! তবে ভুলে যাসনে.-
এটা আমার দেশে সিনেমার অশ্লীল দৃশ্যের পোশাক; বাংলা গানের নয়।
কী হে দিদি!! চটে গেলি নাকি। রেজারের বিজ্ঞাপনই মেয়েছেলে ছাড়া চলেনা! =কি যে বলো না>> এতো গানের বিজ্ঞাপন!!
*যথার্থই বিজ্ঞাপন (গানের নাকি .......?); সঙ্গীত নয়। আমার অর্বাচীনেরা তো ছুটছে এই পণ্যবাহী পণ্যের পিছেই////.....
রুচির নিকুচি করি সাড়ে সাতবার!!
কাজের কাজ তো পরে-
সোজা হয়ে হাঁটতে না পারার দুঃখে ক্যাটওয়াকের মডেল হয়ে গেলে..!? এই যদি তোমার 'নারীমুক্তি'; প্রত্যাশা তো বেড়ে যাবে দিদি! "নারী থেকে মুক্তি"।
গাইতে না পারলেও চিরকাল বন্ধুদের আড্ডায় বাউল-ফোকের সার্ভিস দিয়ে এসেছি বাংলা গানকে ভালবেসেই। সেই বাংলা গানের দুর্দশা দেখলে "প্রাচীন" মনে "অর্বাচীন" বয়সের ইচ্ছাটা মাথাচাড়া দিয়ে ওঠে- - - - "কানের নীচে ঠাঁটায়ে একটা চড় দিতে পারতাম"!!!



 

No comments:

Post a Comment