Saturday, January 27, 2018

গোল বস্তু!

গোল বস্তু কে আবিস্কার করেছিল? পুরুষের খেলার বস্তুই হলো গোল। মাঠে ফুটবল গোল, টেনিস বল গোল, ক্রিকেট বল গোল, গাড়ির চাকা গোল, চাকার বেয়ারিং গোল, ললনাদের ডাবল অর্ধগোল, প্রিয় সব বস্তুগুলোই গোল! পৃথিবী গোল, সূর্যের কক্ষপথ গোল, নেশার ঠোঁট বৃত্তচাপের ন্যায় গোল। গোল বস্তুর সুবিধা কি? গোল যে কোন জায়গায়, যে কোন তলে চলতে পারে যা অন্য কোন আকারের বস্তু পারে না, গোল যে যান্ত্রিক সুবিধা দেয় তা অন্য বস্তু পারে না, গোলবস্তু সুষম ভাবে চারপাশে আলো বিচ্ছুরণ ও প্রতিফলন করতে পারে। গোলাকার বস্তুর এই যান্ত্রিক সুবিধা নিয়ে মেকানিকাল ইঞ্জিনিয়ারা কিংবা ফিজিক্স এর গ্রাজুয়েটরা ভালো বলতে পারবেন। বলতে গোল বস্তুই পৃথিবী শাসন করছে যেমন বন্দুকের গুলি, যন্ত্রের চাকা কিংবা সিনেমার ক্লিভেজ। আর্কিটেকচারেও গোল বস্তুর প্রভাব দেখা যায় যেমন বিল্ডিং এর মাথায় যে সব গোলবস্তু দেখি তাকে তো নেশার লুকানো খনিজসম্পদ মনে হয়।

No comments:

Post a Comment