Saturday, January 27, 2018

ছোটবেলায় অংক করেছি, " একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে প্রতিমিনিটে ৩ মিটার ওঠে আবার ২ মিটার নেমে যায় তাহলে ৯০ মিটার বাঁশ বেয়ে উঠতে বানরটির কত সময় লাগবে? 
আর এখন অংক করি, "একটি বাস দুই মিনিট চলে সাড়ে ছয় মিনিট জ্যামে আটকে থাকে তাহলে শাহবাগ থেকে মিরপুর যেতে আমার কত সময় লাগবে?"

No comments:

Post a Comment