Monday, January 8, 2018

সাধারণত মানুষ প্রেমে পড়ে কিন্তু কেউ কেউ প্রেমে ওঠে যেমন "The Second Sex " এর লেখিকা সিমোন দ্যা বোভেয়ার আর "Being and Nothingness" এর লেখক জাঁ-পল সার্ত্র। ৫১ বছরের প্রেম (১৯২৯-১৯৮০), চুমু সংগম সবই হয়েছে কিন্তু বিয়ে করেনি। দুজনই মেতেছেন অমর সৃষ্টির খেলায়। তবে দুজনই যে এক প্রেমে মত্ত থেকেছেন তা নয়, বহুপ্রেম করেছেন দুজনেই । মজার ব্যাপার হচ্ছে শিক্ষাজীবনে তাঁরা ছিলেন First Boy আর Second Girl, ১৯২৯ সালে ফ্রান্সে দর্শনে এগ্রিগেশন পরীক্ষায় সার্ত্র হয়েছিলেন প্রথম আর বোভেয়ার হয়েছিলেন দ্বিতীয়, সেই থেকেই শুরু প্রেম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক সাথে থাকা যা নিয়ে হয়েছিল বিতর্ক । 
দুটো মানুষ, দুটো মতবাদ সৃষ্টির পথিকৃৎ। জাঁ-পল সার্ত্র এর "অস্তিত্ববাদ দর্শন" আর সিমোন দ্যা বোভেয়ার এর "নারীবাদ" বদলে দেয় মানুষের মনের অন্তর্জগত, সৃষ্টি করে নতুন আলোড়ন। 
অথচ বই দুটি হাতে পেয়ে নেড়েচেড়ে কিছু না বুঝে প্যাকেট করে তুলে রেখেছিলাম। 

No comments:

Post a Comment