Wednesday, January 24, 2018

একুশে পদক নেওয়ার জন্য বর্তমানের একজন কবি প্রধানমন্ত্রীকে বলেছিলেন, " আমাকে যে অবহেলা করে তাকে অবজ্ঞা করার ক্ষমতা আমার পূর্বেও ছিল বর্তমানেও আছে। সুতরাং পদকটা দিয়ে দিন।" এবং তিনি পদক পেয়েছিলেন !
আর এই কাহিনী আমাদের বলেছিলেন এক অধ্যাপক আমাদের ক্লাসে। পদক পাওয়ার পর স্যার ওনাকে ফোন করে 'আপনি তো এবার একুশে পদক পেয়েছেন' জানালে কবি উত্তর দেন "দূঃর মিয়া! আমাকে তো পদক দেয় নি, আমি ছিনতাই করে নিয়ে আসছি।"
এই ইগো, কনফিডেন্স কয় জনের ভিতর আছে? আর এই ইগোটাই দরকার। ইগো ছাড়া মানুষ জড় জড়পদার্থ। আর ঘুম ছাড়া আমি অচল, যাই ঘুমিয়ে পড়ি ।

No comments:

Post a Comment